Thursday, September 12, 2019

বলা হয়নি তোমায় - মোঃ সবুজ ভূঁইয়া


বলা হয়নি তোমায়-
চাঁদনী রাতে মেঘের আড়ালে
লুকিয়ে থাকা চাঁদের আলো যখন,
আমার চোখে এসে পড়ে
সেই আলোতে আমি
তোমায় দেখতে পাই।

বলা হয়নি তোমায়-
আবারো শ্রাবণে যখন
আকাশ-বাতাস প্রকম্পিত
হয়ে বৃষ্টি পড়ে
বৃষ্টির সেই রুমঝুম ছন্দে
তোমার প্রতিধ্বনি শুনতে পাই।

বলা হয়নি তোমায়-
কোনো এক অজানা সৈকতে
উদ্দেশ্যহীন চলার পথে
শীতল ঢেউ যখন আমার
নগ্ন পা ছুঁয়ে যায়
আমি তোমার স্পর্শ খুঁজে পাই।

নিজের অজান্তে হয়তো আজ
তোমায় সব বলে দিলাম
তবে মুখ ফুটে নয়
মনের ভাষায়।

জানি তুমি ঠিক বুঝে নিবে
রইলাম প্রত্যাশায়।

২০-০২-১৯ ইং

No comments:

Post a Comment